October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

কালীগঞ্জে ডাকাতি ঠেকাতে সড়কের জঙ্গল পরিষ্কার করলো পুলিশ

কালীগঞ্জে ডাকাতি ঠেকাতে সড়কের জঙ্গল পরিষ্কার করলো পুলিশ

কালীগঞ্জে ডাকাতি ঠেকাতে সড়কের জঙ্গল পরিষ্কার করলো পুলিশ

ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতি ঠেকাতে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ। রোববার ঝিনাইদহ-যশোর সড়কের রঘুনাথপুর এলাকায় জঙ্গল পরিষ্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, সাবজাল হোসেন, সাংবাদিক হাবিব উসমান, রেজাউল ইসলাম, আরিফ মোল্লা, বেলাল হোসেন বিজয়, রিয়াজ মোল্লা প্রমুখ। বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, কুয়াশার কারণে এমনিতে সড়কে কিছু দেখা যায় না। তারপরও দুইপাশের জঙ্গলে বেশ ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছিল। কেউ যেন সড়কে ডাকাতির চেষ্টা করতে না পারে এজন্য সড়কের দুইপাশের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। সড়কের দু,পাশে বড় বড় গাছে বেশ জঙ্গল হয়ে পড়েছে। ঘটতে পারে দুর্ঘটনা ও ডাকাতির ঘটনা।