June 23, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কালীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত-২

কালীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত-২

কালীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত-২

ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলাকান্দর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী আহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলাম আশরাফ জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে মোটরসাইকেল যোগে সেখানে যাচ্ছিলেন এমপি আনার। সেসময় তার সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। পথে বলাকান্দর এলাকায় পৌছাঁলে বিপরীত থেকে আসা আর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়র তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত সহকারী সচিব এম.এ রউফ জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারে মাথার পিছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার সিটিস্ক্যান করানো হবে। বিষয়টি নিশিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান।