April 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কালীগঞ্জের নারী মাদক ব্যবসায়ীর সাতটি শর্তে ভিন্নধর্মী রায় প্রদাণ

কালীগঞ্জের নারী মাদক ব্যবসায়ীর সাতটি শর্তে ভিন্নধর্মী রায় প্রদাণ

কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিল মাদকসক্ত যুবক

ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়ে পোড়ালো মাদকসক্ত নুর ইসলাম (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় সন্ধ্যায় তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আটক নুর ইসলাম কাদিরকোল গ্রামের শাহজাহান আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, নুর ইসলাম একজন মাদকাসক্ত। মায়ের কাছে নেশার টাকা না পেয়ে সে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।