ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ইমদাদুল হক (৩৮) ও ইকবাল হোসেন (৪০) নামে দু’জন নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ-গান্না সড়ক এবং ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে। ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং ইকবাল হোসেন যশোরের মনিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আবেদ আলী মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, দুপুর দেড়টার দিকে নিহত ইকবাল হোসেন মোটর সাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। অপরদিকে নিহত ইমদাদুল হক বুধবার দুপুরে মোটর সাইকেল নিয়ে কালীগঞ্জের দিকে আসার পথে গান্না সড়কের আমতলা নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেবার সময় সে মারা যায়।
Real time news update
More Stories
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে পড়ে দুই সহোদরের মৃত্যু
সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ
দেশে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড