ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় জনতার হাতে আন্তজেলা চোর চক্রের অন্যতম সদস্য সিদ্দিক(৪০)পুলিশের হাতে বন্দি। মঙ্গলবারসকাল ১১টার দিকে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে থেকে গতিরোধ করে ঝিনাইদহ-হ ১৩-১৩৫৮ নাম্বার প্লেটের ১০০ সিসি বাজা মোটর সাইকেলসহ তাকে আটকানো হয়। সিদ্দিক হোসেন সাতক্ষীরার শ্যমনগর উপজেলার চুড়িয়ালী গ্রামের আশরাফ হোসেনের ছেলে। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি মনির”ল ইসলাম জানান,ঝিনাইদহ দশ তলা বিল্ডিং এর সামনে থেকে ঝিনাইদহের বড় কামাড়কুন্ডু গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানার মোটর সাইকেল চুরি করে বিষয়খালীদিয়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার কালীগঞ্জ গুনজোনগর এলাকা থেকে পুলিশসহ জনতা তাকে গ্রেফতার করে। সে বিভিন্ন মামলার আসামী। ঝিনাইদহ সদর থানাতে তাকে প্রেরন করা হয়েছে।
Real time news update
More Stories
মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা, স্বামী গ্রেফতার
মেয়রের দায়িত্বভার গ্রহনের পরই কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দির্ঘদিনের বকেয়া বেতন
হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন