ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ, ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহবুবার রহমান, স্বতন্ত্র প্রার্থীী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ঠ সকলের জন্য ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। ২১ জন প্রিজাইডিং অফিসার, ১৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ও ২৭০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আগামী রোববার কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৫ শত ৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৪০০ জন এবং মহিলা ২০ হাজার ১শত ৭৭ জন। ৯ ওয়ার্ডে ভোট কেন্দ্র ২১ টি। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইভিএম এ এলাকার ভোটার ও ভোট গ্রহনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরকে কাছে এটা আধুনিক ও নতুন পদ্ধতি। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী এবারের নির্বাচনে মেয়র পদে- ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে- ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে- ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এবারই প্রথম এ পৌরসভাতে ইভিএম এ ভোট গ্রহন করা হবে।
Real time news update
More Stories
বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে পড়ে দুই সহোদরের মৃত্যু
সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ