October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রয়

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রয়

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রয়

ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত মেয়র পদে ৩ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জন সহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে অংশ নিতে রোববার মেয়র পদে মনোনয়নপত্র গ্রহনকারীরা হলেন, স্থানীয় আওয়ামী লীগের বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, আওয়ামী সমর্থিত সাবেক এমপি আবদুল মান্নানের ভাই কালীগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুর রশিদ খোকন ও বর্তমান স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান। এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে তহিদুল ইসলাম, মোশারফ হোসেন ও জহুরুল ইসলাম। ২ নং ওয়ার্ডে ফাইজুর রহমান, রুবেল মিয়া ও হাফিজুর রহমান রুবেল। ৩ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম। ৪ নং ওয়ার্ডে মশিয়ার রহমান ও শাহিনুর হোসেন। ৫ নং ওয়ার্ডে আলমগীর হোসেন। ৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন। ৭ নং ওয়ার্ডে মোক্তার হোসেন ও দেলোয়ার হোসেন। ৮ নং ওয়ার্ডে শাহিনুর ইসলাম, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আশাদুল ইসলাম ও আরিফুর ইসলাম। ৯ নং ওয়ার্ডে ফিরোজ আহমে¥দ। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নং আসনে ছবি রাণী দেবনাথ ও রিতা বিশ^াস। ৩ নং সংরক্ষিত আসনে সৌদিয়া পারভিন, হেনা খাতুন ও সোহানা আক্তার মনোনয়নপত্র ক্রয় করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষিত হয়েছে। তফশিল অনুয়ায়ী ২৪ জানুয়ারী থেকে মনোনয়নপত্র বিতরন, ২রা ফেব্রয়ারী মনোনয়নপত্র দাখিল, ৪ ফেব্রুয়ারী যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।