কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণরায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল( জামুকা) নির্দেশে শনিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে প্রাক্তন নয়জন বীর মুক্তিযোদ্ধাদের কাগজপত্র সহ যাবতীয় প্রমাণপত্র যাচাই-বাছাই করা হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন, উপজেলার চাঁদখানা ইউনিয়নের মমেদুল ইসলাম বেসামরিক গেজেট নং -১৫৭, মৃত আব্দুল মজিদ গেজেট নং-১৮৯, কিশোরগঞ্জ সদর ইউপির শাহাব উদ্দিন গেজেট নং-১৬৪, জহির উদ্দিন গেজেট নং-১৮৪, মৃত সুবাস চন্দ্র রায় গেজেট নং-১৯১, বাহাগিলি ইউপির এস এম সিরাজুল ইসলাম গেজেট নং- ১৬৬, নিতাই ইউপির হাবিবুর রহমান (হাবুল) গেজেট নং- ১৬৮, পুটিমারী ইউপির আব্দুল মান্নান চৌধুরী গেজেট নং- ১৭৯, শ্রী য্যোতিশ বর্মণ গেজেট নং-৭২৭।এ সময় উপস্থিত ছিলেন যাছাই- বাছাই কমাটির উপজেলা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, যাছাই-বাছাই কমিটির সভাপতি শ্রী গনেশ চন্দ্র রায়, জেলা প্রশাসকের প্রতিনিধি নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাদের এমপি প্রতিনিধি আব্দুল গনি।
Real time news update
More Stories
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে স্পীকারের শোক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু