May 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান

কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান

কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ৪ নং বাহাগিলি ইউনিয়ানে ৯ নং ওয়ার্ডের নলঝুড়ি পাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১১ টার সময় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুুুুলু ফিতা কেঁটে ও ভ্যানে চড়ে ব্রিজটি পাড়াপাড় হয়ে শুভ উদ্বোধন করেন। ব্রিজটি লোকাল গভর্ণ্যন্স সাপোর্ট প্রজেক্ট – ৩ (এলজিএসপি) এর ৬ লাখ ১০ টাকা ব্যায়ে ১০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থ করে ব্রিজটি নির্মাণ করেন। 
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রশিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য মুরাদ হোসেন, ৮ নং সদস্য গোপাল চন্দ্র, সমাজসেবক কৃষ্ণ রায়,মনোরঞ্জ, অতিকান্ত রায়, নিপেন চন্দ্র ( পুরোহিত), ভবেশ চন্দ্র প্রমুখ।