January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

খানসামায় উষ্ণতার পরশ পেল ৪০০ শীতার্ত

খানসামায় উষ্ণতার পরশ পেল ৪০০ শীতার্ত

খানসামায় উষ্ণতার পরশ পেল ৪০০ শীতার্ত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। এই সময়ে দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান ও পুলিশ কর্মকর্তা মোঃ কাইয়ুমের উদ্যোগে ৪০০ অসহায় ও গরীব মানুষ পেল উষ্ণতার পরশ।

শনিবার (৮জানুয়ারী) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাসায় উষ্ণতার পরশ হিসেবে ৪’শকম্বল বিতরণ করেন তিনি।

এস আই মোঃ কাইয়ুম বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার এই কাজ যারা সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।  সমাজের প্রতিটি মানুষের উচিত সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সবার প্রচেষ্টাতেই বঙ্গবন্ধুর বাংলাদেশ দ্রুত সময়ে রুপ নিবে আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ।

উল্লেখ্য, এর আগেও এই পুলিশ কর্মকর্তা মানবিক ও সামাজিক কাজে সরব ছিল। যা প্রশংসা ও সুনাম কুড়িয়েছে এলাকাজুড়ে।