November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার

খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার

খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উপজেলা পরিষদ গঠনের ৩৯ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়িত হলেন রাশিদা আক্তার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানা যায়।

জানা যায়, ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করা রাশিদা আক্তার এর আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআই অফিসে কর্মরত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৩ নভেম্বর বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে নবাগত ইউএনও রাশিদা আক্তার দায়িত্ব গ্রহণ করবেন।

রাশিদা আক্তারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায়।

নবাগত ইউএনও রাশিদা আক্তার বলেন, খানসামা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।