January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

খানসামার ৬ ইউপিতে নির্বাচন রবিবার

খানসামার ৬ ইউপিতে নির্বাচন রবিবার

খানসামার ৬ ইউপিতে নির্বাচন রবিবার


এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উৎসবের মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর (রবিবার) দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন কমিশন ও প্রশাসন।

শুক্রবার মধ্যরাতে নির্বাচনি এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ভোটের পরেও তারা মাঠে থাকবেন।

সেই লক্ষ্যে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আসলাম হোসেন, ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকগণ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এবার ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ০৬ প্রার্থী,জাতীয় পার্টি মনোনীত ২ প্রার্থী ও ২৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে ৭৪ জন রয়েছেন। খানসামা উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৩৪ হাজার ৬৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।