July 26, 2021

Jagobahe24.com news portal

Real time news update

খানসামায় বিট পুলিশিং-এর আয়োজনে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

খানসামায় বিট পুলিশিং-এর আয়োজনে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

খানসামায় বিট পুলিশিং-এর আয়োজনে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “আপনার পুলিশ আপনার পাশে”, “তথ্য দিন সেবা নিন” স্লোগানে দিনাজপুরের খানসামায় বিট পুলিশিং-এর আয়োজনে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (৫ডিসেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন এসআই তন্ময় বিশ্বাস, এসআই চিত্তরঞ্জন রায়, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও যুবক।