এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান। বৃহস্পতিবার (৮এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান বুথে প্রথম ব্যক্তি হিসেবে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মিজানুর রহমান।
এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নুর ফারিয়া আইরিন ও এসএমএস প্রাপ্ত ৬৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা প্রদানের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়েছে। যারা মেসেজ পাবেন শুধুমাত্র তারা-ই টিকাকার্ড সাথে নিয়ে টিকাদান কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
Real time news update
More Stories
সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ
দেশে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত, আহত ১০