January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেজিষ্ট্রি অফিসের মহুরি নিহত

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেজিষ্ট্রি অফিসের মহুরি নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত বাইসাইকেল আরোহী পৌর শহর চাষকপাড়া মহল্লার মৃত ইমান উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩০)। শনিবার দুপুরে শহরের চারমাথায় বাসের ধাক্কায় গুরুতর আহত হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সেলিম মিয়া বাইসাইকেল যোগে ঢাকা রংপুর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুস সামাদ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।