গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী এই বৃদ্ধ নিহত হয়। নিহত ব্যক্তি উপজেলার সমরেশপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল (৬৫)। এ সময় ভ্যানের আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সুত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে ভ্যানে চলার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই অনুকূল চন্দ্র বর্মন এই তথ্য নিশ্চিত করেন।
Real time news update
More Stories
কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান
কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মধ্যপাড়ার পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পাশে দাড়িয়েছে জিটিসি চ্যারিটি হোম।