গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিমুল মিয়া (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
নিহত হলেন শিমুল মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেয়ারহাট (মুন্নাপাড়া) গ্রামের আব্দুল মুতাল্লিবের ছেলে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে নিহতের ভাই রায়হান ইসলাম বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগ এনে ১২ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুল পুকুরিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, শিমুল মিয়াকে একটি সংঘবদ্ধ চক্র অপহরণের পর হত্যা করে মরদেহ বস্তায় ভরে ধান ক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে সোমবার রাতেই মরদেহটি উদ্ধার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Real time news update
More Stories
ঝিনাইদহে প্রচন্ড গরমে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১১৭ হেক্টর ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি!
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত!