গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন মাসুদ মিয়ার দুই ছেলে হযরত আলী (৭) ও আবির আলী (৪) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে দূর্ঘটনা ওই স্থান থেকে ভেকু দিয়ে মাটি নিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে ওই স্থানে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু মৃত্যু হয়। বিকেল থেকে বাড়িতে শিশুদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাস্তার পাশে গর্তে এক শিশুর পা দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। এরপর স্বজন ও এলাকার লোকজন সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে দূর্ঘটনা ওই স্থান থেকে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু মৃত্যু হয়। পরে এলাকাবাসি তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
Real time news update
More Stories
ঝিনাইদহে প্রচন্ড গরমে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১১৭ হেক্টর ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি!
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত!