বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সদ্য কারামুক্ত রাশেদুল ইসলাম রাশেদের বসত বাড়ীতে রাতে অন্ধকারে সিএনজি পরিবহনে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে দৃবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাঁতে রামেশ্বরপুরের পাঁচকাতুলী (নয়াপাড়া) গ্রামে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মোজাহার আলীর পুত্র ছাত্রদল নেতা সিএনজি চালক রাশেদুল সারা দিন ভাড়া চালাইয়ে রাতে বসতবাড়ী সামনে সিএনজি ত্রিপল দিয়ে ঢেকে রেখে ঘুমিয়ে পড়ে। ঔইদিন রাত অনুমানিক ১১টা ৫০মিনিটে সময় তার সিএনজি পরিবহনে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এরপর আগুনের লেলিহার শিখার শব্দ শুনে রাশেদুল চিৎকার করলে গ্রামবাসী এসে আগুন নিভাইতে সক্ষম হয়। রাশেদুলের ধারনা ঔইদিন রাত্রিতে কে বা কাহারা প্রতিহিংসা বশতঃ উক্ত স্থানে তাহার সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। এতে করে তার প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Real time news update
More Stories
ঝিনাইদহে মুক্তিপণ দাবি কারী সন্ত্রাসী গ্রুপের প্রধানসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬
ঠাকুরগাঁও সরকারি কলেজ বেতার শ্রোতাক্লাবের নতুন কমিটি গঠন
কিশোরগঞ্জে পাট চাষীদের নামে বরাদ্দকৃত পাট বীজ ও সার আত্নসাৎ ভূয়া মাষ্টারোল জাল স্বাক্ষরের অভিযোগ