October 19, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলীর কাগইলে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

গাবতলীর কাগইলে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

গাবতলীর কাগইলে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল শুক্রবার (৭মে ২১) বগুড়ার গাবতলী কাগইলের হিজলী মধ্যপাড়া তরুন সংঘ সমবায় সমিতির উদ্যোগে কৈঢোপ সরকারী প্রাঃ বিঃ মাঠে শতাধিক দুঃস্থ-অসহায়’দের মাঝে ত্রান (ঈদ সামগ্রী) বিতরন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন শীষ, লাইফ ষ্টাইল কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক আবু শাহীন, সমিতির প্রতিষ্টাতা সভাপতি ও তরুন সমাজসেবক সাজ্জাদুল ইসলাম স¤্রাট, সহ-সভাপতি রাব্বী হাসান, সাধারন সম্পাদক জীবন ইসলাম, প্রচার সম্পাদক রোমান হোসেন, কোষাধক্ষ্য মাহামুদ ইসলাম মাসুদ, সদস্য আজরিন, লেমন, শাখিল, গন্যমান্যদের মধ্যে জাহিদুল ইসলাম প্রমূখ। ঈদ সামগ্রী বিতরনপূর্বে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হিজলী বায়তুর মামুর জামে মসজিদের খতিব প্রভাষক মাওঃ সোহানুর রহমান শাহীন।