October 28, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলী কাগইলে ড. তাজমেরী ইসলামের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

গাবতলী কাগইলে ড. তাজমেরী ইসলামের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

গাবতলী কাগইলে ড. তাজমেরী ইসলামের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

আল আিমন মন্ডল (বগুড়া) ঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী কাগইলের দেওনাই ও সুলতানপুর গ্রামে মরহুম আলহাজ্ব সিরাজুল হক তালুকদার এমপি’র তৃতীয় কন্যা ও অধ্যাপক ড. তাজমেরী এস,এ ইসলামের উদ্যোগে ৩ শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও ডীন এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস,এ ইসলাম। সাংবাদিক আমীনূ-ন্নবী আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাহমুদা হাকিম, কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, আগা হাসান তরুন, নাহিদা আক্তার রিনা, সাজিদ মাহমুদ, শিক্ষক আল্লা নেওয়াজ, সাংবাদিক আল আমিন মন্ডল প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক ড. তাজমেরী এস,এ ইসলাম বলেন, দুঃস্থ মানুষদের কল্যাণে সাহায্য করা একটি মহৎ কাজ। মানুষের কল্যাণে ও আত্ম মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধী ও গরীব মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালা নিকট ক্ষমা ও প্রার্থনা করা এবং সকল’কে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারোও আহবান জানান তিনি।