গাইবান্ধা ঃ গাাইবান্ধায় ১৬তম এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (২ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে গাইবান্ধা জেলায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের ১২টি সহযোগী সংস্থা বিভিন্œ কর্মসুচি গ্রহন করে।
কর্মসুচির মধ্যে ছিল আলেচনা সভা, কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরন ও এনজিও ফাউন্ডেশন কেন্দ্র্রীয় কার্যালয় আাযোজিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহন এবং গনউন্নয়ন পরিবার কল্যান কেন্দ্রের প্রতিষ্টাতা সভহুুম শফিকুল ইসলাম আলমগীরের আত্মার মাগফেরাত কামনা।
গাাইবান্ধার দক্ষিন ধানঘরার রামচন্দ্রপুুর পল্লী উন্নয়ন এর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত আলোাচনা সভায় গনউন্নয়ন পরিরবাার কল্যান কেন্দ্রের সাাধারন সম্পাাদক সৈয়দ নুুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধাান অতিথী গাইবাান্ধা সমাজসেবা অধিদপ্Íরের উপ পরিচালক মোঃ এমদাদুল হক প্রমানিক ,এনজিও প্রতিনিধি সৈয়দ আব্দুুল করিম, রওশন আলম রোলেক্স, আলতাব হোসেন পাতা, মোঃ সাকিউল ইসলাম, মোঃ বজলুর রহমান,রহমাান। পরে গনউন্নয়ন পরিবার কল্যান কেন্দ্রের প্রতিষ্টাতা সভহুুম শফিকুল ইসলাম আলমগীরের আত্মার মাগফেরাত কামনায় একমিনিট নিরবতা পালন ও দোওয়া কামনার পর উপস্থিত সকলেই কেন্দ্র্রীয় কার্যালয় আাযোজিত ভিডিও কনফারেন্সে যোগ দেয়।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন