October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রংপুর মহাসড়কের উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় অটো ভ্যান মিনি পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এই অটো চালক নিহত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত অটো ভ্যান চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে।
এ দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।