January 17, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করে।
বুধবার বিকেলে করতোয়া নদী দিনাজপুরের ঘোড়াঘাট ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সংলগ্ন এ প্রতিযোগিতা হয়। এতে চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী গোবিন্দগঞ্জের দলের হাতে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, ঘোড়াঘাট পৌরসভার প্যানেল মেয়র ফেরদৌসি আরা বিলকিছ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুটুক সওদাগর প্রমুখ।

প্রতিবছর এই সময় দিনাজপুরের ঘোড়াঘাট ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। আয়োজন করে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের হাসান স্পোর্টিং ক্লাব।