May 17, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ঘোড়াঘাটে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে

ঘোড়াঘাটে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে

ঘোড়াঘাটে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার অক্ষত অবস্থায় রয়েছে। জানা যায়,মোংলা বন্দর থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক নং খুলনা মেট্রো-ট-১১১২১৩ ঠাকুর গাওয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘোড়াঘাট –দিনাজপুর সড়কের ঘোড়াঘাট থানা মোড় খন্দকার বদরে ফিলিং ষ্টেশনের পশ্চিমে পাশের্^ গভীর খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার অক্ষত অবস্থায় থাকলেও বিপুল পরিমান সিমেন্ট পানিতে পড়ে ও বস্তা ফেটে নষ্ট হয়ে যায়। ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি খাদে পড়েছিলো।