September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

চলতি মৌসুমে শ্যামপুর চিনিকলে আখমাড়াই শুরুর দাবিতে পদযাত্রা

চলতি মৌসুমে শ্যামপুর চিনিকলে আখমাড়াই শুরুর দাবিতে পদযাত্রা

চলতি মৌসুমে শ্যামপুর চিনিকলে আখমাড়াই শুরুর দাবিতে পদযাত্রা

রাতুজ্জামান রাতুলঃ বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) কর্তৃক চলতি মৌসুমে শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে ‘শ্যামপুর চিনিকল রক্ষা কমিটি, রংপুর’ এর উদ্যোগে পদযাত্রা রংপুর প্রেস ক্লাব থেকে সকাল ১১টায় শুরু হয়। পদযাত্রাটি শ্যামপুর হয়ে বদরগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। সমাবেশের পূর্বে বদরগঞ্জ চিনিকল রক্ষা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ‘‘বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন’’ এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে। শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামপুর চিনিকল রক্ষা কমিটির সমন্বয়ক বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস। সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর শ্যামপুর চিনিকল রক্ষা কমিটির সিপিবি নেতা শাহীন রহমান, বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অশোক সরকার, বাংলাদেশ জাসদের নেতা গৌতম রায়, জেএসডি নেতা হামিদ নিয়াজি, রেল ও নৌপথ রক্ষা গণকমিটির সভাপতি নাহিদ হাসান নলেজ, কমিউনিস্ট পার্টির গঠন প্রক্রিয়ার নেতা মেহেদী হাসান, ছাত্র ফেডারেশন সংগঠক কাজল রায়। স্থানীয় নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা আমিনুল ইসলাম, জাসদ নেতা আনোয়ারুল, আফতাব হোসেন, বাংলাদেশ জাসদের বদরগঞ্জ উপজেলার সভাপতি ধনঞ্জয় রায় প্রমুখ। বক্তারা বলেন চলতি মৌসুমে কর্তৃপক্ষ জয়পুরহাট চিনিকলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত ৪০ দিনে মাত্র ৭ হাজার মেট্রিক টন আখ ক্রয় করেছে। ইতোমধ্যে জয়পুরহাট চিনিকল ব্রেক ডাউন চলছে। বর্তমানে আখ মাড়াই সম্পন্ন বন্ধ হওয়ায় আখ চাষীরা বিপুল পরিমাণে আখ জমিতে ফেলে রাখতে বাধ্য হচ্ছে। এতে আখ শুকিয়ে খড়ি হয়ে যাচ্ছে। শ্যামপুর চিনিকলে আখ মাড়াইয়ের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল কিন্তু হঠাৎ সরকার পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ ঘোষণা করেছে। অতিদ্রুত শ্যামপুর চিনিকল চালু করে আখ মাড়াই শুরু করলে চাষীদের ক্ষতির হাত থেকে এখনো বাঁচানো সম্ভব। বক্তাগণ লুটপাট-দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করে চিনিকলকে আধুনিকায়ন, ড্রিস্ট্রিলারি ইউনিট স্থাপন, জৈব সার, মিনারেল ওয়াটার প্লান্ট স্থাপন প্রভৃতি বহুমুখীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি করেন। সবশেষে ঘোষণাপত্র পাঠ করেন শ্যামপুর চিনিকল রক্ষা কমিটি, রংপুর এর সমন্বয়ক কমরেড আবদুল কুদ্দুস সভাস্থলে ৬ দফা দাবি ঘোষণা করেন-
১। অতি দ্রুত শ্যামুর চিনিকলে আখ মাড়াই শুরু কর,
২। আখ অতি দ্রুত ক্রয় করে আখচাষীদের বাঁচাও,
৩। চিনিকলে শ্রমক-কর্মচারী ছাটাই বন্ধ কর, বেতন-ভাতা পরিশোধ কর,
৪। শ্যামপুর চিনিকল আধুনিকায়ন কর এবং বহুমুখী উৎপাদনের মাধ্যমে লাভজনক কর,
৫। লুটপাট, দুর্নীতি, অব্যাবস্থাপনা বন্ধ কর। দুর্নীতির সাথে যুক্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের শাস্তি দাও,
৬। ৩ মার্চ ২০২১ বুধবার বিকেল ৩টায় চিনিকল বাঁচাতে শ্যামপুরে গণসমাবেশ সফল করুন।