October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু॥

চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মনিশা পাড়ায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শিসুত্রে জানা গেছে, গতকাল ১৭ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ১০ টায় রাহমত হোসেন অবাক (২) নামে শিশুটি নানা আলহাজ্ব মোঃ শামসুল ইসলামের বাড়িতে খেলার সময় বাড়ির পার্শ্ববর্তি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজি পর পুকুরে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। মৃত শিশুটি উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের কালিতলা গ্রামের বীর মক্তিযোদ্ধা ঈসমাইল হোসেনের নাতি। শিশুটির পিতা বেলাল হোসেন ও মাতা সুমি আকতার উভয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।