ঝিনাইদহঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মোশাররফ হোসেন কলেজে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে কলেজেন নব-নির্মিত ভবনের ৪র্থ তলায় এ কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ইসরাইল হোসেন শান্তি, কলেজ অধ্যক্ষ সায়েদুল আলম, মিডিয়া ব্যাক্তিত্ব আবু তাহের টোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এদেশের মানুষকে জাতি স্বত্বার পরিচয় এনে দিয়েছেন। বিশ্বের অন্যতম শক্তিমান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা মুজিব কর্ণারগুলো নির্মাণ করেছি। এই মুজিব কর্ণারে রাখা বই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সাহায্য করবে।
Real time news update
More Stories
কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান
কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মধ্যপাড়ার পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পাশে দাড়িয়েছে জিটিসি চ্যারিটি হোম।