December 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

৫৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে একজনের মৃত্যু

৫৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে একজনের মৃত্যু

ঝিনাইদহে করোনায় আবারো মৃত্যু, আক্রান্ত ৮

ঝিনাইদহ-
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। টেস্ট করা হয়েছে ১১৮ জনকে। মোট আক্রান্তের সংখ্যা ৯,৪৬৪ জন। মোট মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮,৫৯৬ জন। আক্রান্তের হার ৬.৭৭ % ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ জানান, আজ রবিবার সকাল পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ১১৮ জনের নমুন পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৬ দশমিক ৭৭ ভাগ। সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৪ জন। এছাড়া নতুন করোনা আক্রান্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলায় ৫ জন, শৈলকুপায় ২ জন ও মহেশপুরে ১ জন। বাকি কালীগঞ্জ, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি।