January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধার তিনজন বিচারকের করোনা পজেটিভ

গাইবান্ধার তিনজন বিচারকের করোনা পজেটিভ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যুু

ঝিনাইদহ-
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মারা গেছে ২ জন। নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ২৭ জন। করোনা পরীক্ষা করা হয়েছে ১৩৩ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯,৩২২ জন। মোট মৃত্যুর সংখ্যা ২৬৫ জন। আক্রান্তের হার ২০.৩০% ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ববধায়ক ডা.হারুন অর রশীদ জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২০ দশমিক ৩০ ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে মারা গেছে ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৮,৩৯৭ জন। সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১০ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৭ জন। নতুন করোনা আক্রান্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলায় ১০ জন, শৈলকুপায় ৮ জন ও কালীগঞ্জে ৩ জন ও মহেশপুর উপজেলায় ৩ জন। বাকি কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলায় কোন আক্রান্ত নেই।