ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ভোজঘাট গ্রামের একটি পোল্ট্রি মুরগীর ফার্মে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শুক্রবার মধ্য রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পোল্ট্রি ফার্মের মালিক কাজী ওলিয়ার রহমান জানান, শুক্রবার রাতে তিনি ঘরে শুয়ে ছিলেন। রাত পৌনে ১২ টার দিকে পোল্ট্রি মুরগীর ঘর ও রান্না ঘরে আগুন দেখতে পেয়ে তিনি চিকিৎকার করে। এসময় আশে পাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি শনিবার সকালে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওলিয়ার রহমান বলেন, আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Real time news update
More Stories
সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ
দেশে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত, আহত ১০