September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহঃ
ঝিনাইদহে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এইড ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষেদে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, এইডের প্রকল্প সমন্বয়কারী আশরাফুন্নাহার আশা, প্রকল্প সহায়ক মোহাম্মদ আয়াতুল্লাহ, ডিপিসি নাসির উদ্দিনসহ অন্যান্যরা। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।