ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় নছিমনের আট যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক কুষ্টিয়া থেকে নসিমনে করে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। এরপর তাদের চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই আট যাত্রী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান-চলাচল বন্ধ রয়েছে।
Real time news update
More Stories
ঝিনাইদহে মুক্তিপণ দাবি কারী সন্ত্রাসী গ্রুপের প্রধানসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬
ঠাকুরগাঁও সরকারি কলেজ বেতার শ্রোতাক্লাবের নতুন কমিটি গঠন
কিশোরগঞ্জে পাট চাষীদের নামে বরাদ্দকৃত পাট বীজ ও সার আত্নসাৎ ভূয়া মাষ্টারোল জাল স্বাক্ষরের অভিযোগ