October 19, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে ধরা পড়ল মেছবাঘের শাবক

ঝিনাইদহে ধরা পড়ল মেছবাঘের শাবক

ঝিনাইদহে ধরা পড়ল মেছবাঘের শাবক

ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামে দেখা মিলেছে বিলুপ্ত প্রায় মেছবাঘ শাবকের। মঙ্গলবার বিকালে শৈলকুপার সারুটিয়া গ্রামের দক্ষিন মাঠে লোকালয়ে বাঘ শাবকটির ঘুরতে দেখা যায়। এসময় স্থানীয় কৃষকেরা বন্য শাবকটি ধরে ফেলে। বর্তমানে বাচ্চাটি সারুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলীর বাড়িতে হেফাজতে রয়েছে। তিনি জানান, কেউ যাতে এটি মেরে ফেলতে না পারে তা জন্যে রেখে দিয়েছেন। তবে এটি বনবিভাগের মাধ্যমে নিরাপদ হেফাজতে না নিলে যে কোন সময় মারা যেতে পারে বলে আশংকা সচেতন বাসিন্দাদের। ধারণা করা হচ্ছে, শৈলকুপার সারুটিয়া এলাকাটি বিলুপ্তপ্রায় মেছো বাঘের জন্য অনেকটা নিরাপদ ও তাদের খাবার রয়েছে এখানে। তবে স্থানীয় জনগন সচেতন না হলে, হুমকির মুখে পড়বে তাদের বিচরণক্ষেত্র। শৈলকুপা উপজেলা বনকর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না তবে দ্রুত খোঁজ নিবেন।