April 11, 2021

Jagobahe24.com news portal

Real time news update

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ৫৩৪৩

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ৫৩৪৩

ঝিনাইদহে নতুন করে করোনা আক্রান্ত ৭

ঝিনাইদহ-
ঝিনাইদহে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ঝিনাইদহ শহরের আরাপপুরে ৩ জন, হামদহ, মহিষাকুন্ডু, অগ্নবীনা সড়ক ও সদর হাসপাতাল এরাকার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪১৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭৩ জন ও মৃত্যু হয়েছে ৪০ জনের। সোমবার ১৫টি নমুনার ফলাফলের মধ্যে ৭ জনের পজেটিভ রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।