ঝিনাইদহঃ
ঝিনাইদহের সাবেক খেলোয়াড়, ক্রীড়া ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সাজেদুল করিম বাবুর মৃত্যুতে স্মরণসভা ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলার সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে শহরের ফ্যামেলি জোন রেস্টরেস্টু স্মরণসভার আয়োজন করা হয় খেলোয়াড়দের সংগঠন ‘ক্রিকেট ফ্যামেলি’। সাবেক খেলোয়াড় ফজল মাহমুদ পাভেল এর সভাপতিত্বে সরকারি কৌশুলী পিপি এ্যাড. বিকাশ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, ক্রীড়াং সংগঠক আবুল কাশেম হাসু, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রয়াত সাজেদুল করিম বাবুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন