ঝিনাইদহঃ
ঝিনাইদহ মধুহাটির ডুগডুগি বাজারে পিতার জামে মসজিদ ভেঙ্গে দিল জমিদাতার সন্তান মর্মে ব্যাপক অভিযোগ উঠেছে! ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। মসজিদের সভাপতি ডাঃ মনিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মোঃ সবুজ মিয়া সহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। মধুহাটি ইউনিয়নেরই বড়বাড়িয়া গ্রামের কলিমুদ্দিন নামক ব্যাক্তি উক্ত মসজিদের নামে ৪ শতক জমি দান করেন। মসজিদের সুবিধার্থে জমি দাতা কলিমুদ্দিনের দানকৃত ৪ শতক সম্পত্তির বাইরে অতিরিক্ত ০.১১ শতাংশ জমির উপর মিনার নির্মান কার্যক্রম চলছে। সেই ০.১১ শতাংশ জমিতে মিনার তৈরীর বিষয়ে জমির মালিক কলিমুদ্দিনের কোন আপত্তি নাই বরং তাহার পূর্ণ সম্মতি রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জমির মালিক কালিমুদ্দিনের ছেলে রাজমিস্ত্রী আবুল মোল্ল্যা ওরফে মফিজ (৪০), ০.১১ শতাংশ জমির উপর মিনার তৈরীর কার্যক্রমে বাধা প্রদান করে ও আপত্তি জানায়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দিকে সে মসজিদের নির্মানাধীন মিনারটি ভেঙ্গে ফেলে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ধর্মপ্রান মুসলমানেররা জুম্মার নামাজ পড়তে এসে মিনার ভাঙ্গা দেখে মফিজের উপর ক্ষিপ্ত ও চড়াও হয়। পরবর্তীতে মফিজ এলাকাবাসীর মারপিট খেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সমাধানের চষ্টো চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মসজিদের সভাপতি ডাঃ মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সবুজ মিয়া।
Real time news update
More Stories
ঝিনাইদহে প্রচন্ড গরমে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১১৭ হেক্টর ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি!
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত!