April 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কালীগঞ্জে সাগরদাড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে নারী নিহত

কালীগঞ্জে সাগরদাড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঝিনাইদহ-যশোর সড়কে রাস্তার পার হতে গিয়ে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় আবু হুরইরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবু হুরাইরা কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের আশাদুল ইসামের ছেলে। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। স্থানীয়রা জানায়, নিহত শিশু আবু হুরাইরা মায়ের সাথে আত্মীয় বাড়ি থেকে এসে বাড়ির কাছে রাস্তার পাশে নামে। এরপর মা তাকে দাড় করিয়ে রেখে রাস্তার অপর পাশে সাথে থাকা ব্যাগ রাখতে যায়। এসময় শিশুটিও মার পিছু পিছু রাস্তার পার হতে গেলে একটি দ্রুতগামি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। কালীগঞ্জ হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দীন সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বলেন, কুষ্টিয়া থেকে বালি বোঝায় একটি ট্রাক যশোর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌছালে রাস্তা পার হওয়া শিশুটিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।