স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় আবু হুরইরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবু হুরাইরা কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের আশাদুল ইসামের ছেলে। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। স্থানীয়রা জানায়, নিহত শিশু আবু হুরাইরা মায়ের সাথে আত্মীয় বাড়ি থেকে এসে বাড়ির কাছে রাস্তার পাশে নামে। এরপর মা তাকে দাড় করিয়ে রেখে রাস্তার অপর পাশে সাথে থাকা ব্যাগ রাখতে যায়। এসময় শিশুটিও মার পিছু পিছু রাস্তার পার হতে গেলে একটি দ্রুতগামি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। কালীগঞ্জ হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দীন সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বলেন, কুষ্টিয়া থেকে বালি বোঝায় একটি ট্রাক যশোর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌছালে রাস্তা পার হওয়া শিশুটিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
Real time news update
More Stories
মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা, স্বামী গ্রেফতার
মেয়রের দায়িত্বভার গ্রহনের পরই কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দির্ঘদিনের বকেয়া বেতন
হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন