ঝিনাইদহঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর থানায় হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ হেল্প ডেক্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি অপারেশন আবুল খায়ের শেখ, সেকেন্ড অফিসার কামাল হোসেন, মানবধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি আমিনুর রহমান টুকু, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া খাতুন, সৃজনী ফাউন্ডেশনের প্রতিনিধি পারভীন নাহার, এইডের প্রতিনিধি আশরাফুন নাহার আশা, সিও সংস্থার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, শিশু নিলয় প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন উই এর প্রতিনিধি শরীফা খাতুনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন সদর থানা এলাকায় সরকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে হেল্প ডেস্ক অগ্রণী ভ’মিকা পালন করবে।
Real time news update
More Stories
ঝিনাইদহে প্রচন্ড গরমে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১১৭ হেক্টর ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি!
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত!