পীরপঞ্জ (রংপুর) প্রতিনিধি: শুক্রবার ভোরে টাঙ্গাইল মহা সড়ক মির্জাপুর থানাধীন গড়াইল মোড়ে বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। নিহত ৬ জনের বাড়ী পীরগঞ্জে। নিহতরা হলেন- পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের হরিপুর শাহাপুরের (রাজাকপুর) লুহানা, শওকাত, ধল্লাকান্দি গ্রামের সিরাজুল ইসলাম (৩৫), আশরাফুল ইসলাম (৩৬), খোলাহাটি গ্রামের সৈয়দ আলী এবং একজন অজ্ঞাতনামা। নিহত সিরাজুল, আশরাফুল এবং সৈয়দ আলী ঢাকায় রিকশা চালানোর জন্য যাচ্ছিলেন। শুক্রবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ নিহত হন।
Real time news update
More Stories
কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান
কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মধ্যপাড়ার পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পাশে দাড়িয়েছে জিটিসি চ্যারিটি হোম।