October 28, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম পি হাবিব হাসানের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম পি হাবিব হাসানের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম পি হাবিব হাসানের শ্রদ্ধা নিবেদন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান । বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকাল ৬টার দিকে সাংসদ হাবিব হাসান বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উত্তরা থেকে রওয়ানা দেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে । দুপর দেড় টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ মান্নান কচি, যুগ্নসাধারন সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা ১৮ আসনের সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল কাউন্সিলরসহ ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী- ও সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতৃবৃন্দ । উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয় ।