ঠাকুরগাঁওয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই জেএমবি সদস্যকে আটকের পর প্রেস ব্রিফিং করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই ব্রিফিং করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, পুলিশ হেডকোয়াটার ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ, রানীসংকৈল উপজেলার সম্পদ বাড়ি গ্রাম থেকে শহিদুল ইসলাম ও ইমদাদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আফজাল হোসেনের ছেলে। তাদের তথ্য অনুযায়ী একই গ্রামের মো. সাদ্দামের বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ৫টি ম্যাগজিন, ৫রাউন্ড গুলি ও ৫টি জেহাদি বই ২টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় কৌশলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পুরাতন জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য। জেএমবিকে সংগঠিত করার লক্ষ্যে সামরিক কার্যক্রম অর্থ বিলিবণ্টন ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ও অস্ত্র আইনে ২টি মামলা করা হয়েছে।
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন