January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সুন্দরগঞ্জে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু

জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানাগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। মৃত তাহেরা বেগম আখানগর ইউনিয়নের ভেলারহাট (পশ্চিম) গ্রামের আবু তাহেরের স্ত্রী । জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর চার চালা টিনের চালে ভিজা পাটি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথেই তার মৃত্যু হয়। টিনের চালের সাথে নিজ বাড়ীর বিদ্যুৎ এর তার লেগে সম্পুর্ন টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও আখানগর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা করা হয়েছে এবং ইউডি মামলার প্রস্তুতি চলছে।