জে, ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের দুরামারি নামক এলাকায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭.৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম শামসুদ্দিন হোসেন (৪৫)। তাঁর বাড়ি মাতৃকা এলাকায়। নগরের থানার এসআই হিরোম নয় জানান, সাইকেলের চালক ট্রাকচাপায় মারা গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, তাঁরা মাতৃকা থেকে একটি সাইকেলে নগরের ঠাকুরগাঁও কাঁচামাল আরদের দিকে যাচ্ছিলেন। পেছনের ট্রাক তাঁকে চাপা দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
Real time news update
More Stories
কালীগঞ্জে প্রভাবশালী কর্তৃক রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়
জমিজমা বিরোধের জের; শৈলকুপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি!
কালীগঞ্জে গাছ থেকে পড়ে কৃষক নিহত