October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দিনাজপুর সদর উপজেলা লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

দিনাজপুর সদর উপজেলা লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

দিনাজপুর সদর উপজেলা লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা লকডাউন মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে । করোনা সংক্রমন রোধে প্রশাসনের জারি করা লকডাউন উপেক্ষা করেই স্বাস্থ্য বিধি া মেনে ধেদারছে জনসাধান ঘর থেকে হওয়ার ফলেই এই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যর সংখ্যা বেড়েই চলছে । গত ২৪ ঘন্টায় একদিনে জেলায় করোনা আক্রান্তের সব্বোর্চ ২৭৫ জন করোন সনাক্ত হয়েছে । যা গত বছরে একদিনে সব্বোর্চ রেকর্ড ।তার মধ্যে সদর উপজেলায় করোনা সনাক্ত হয়েছে ১৯০ জনের , যা ৬৯. ১০ শতাংশ । আর করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে । এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যু হয়েছে । জেলায় বর্তমানে ৮৫৪ জন করোনা রোগী রয়েছে তারমধ্যে সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫৭৪ জন রয়েছে । জেলা সদরের প্রবেশদ্বারগুলিতে পুলিশ চেক পোষ্ট তৈরী করা হলেও পুলিশ প্রশাসনকে অজু হাত দেখিয়ে জন¯্রােতের মত মানুষ জেলা সদরের প্রবেশ করছে । কোন ভাবেই ঘরে থাকছে না কর্মজীবি মানুষেরা । জেলা সদরের প্রবেশ দ্বারগুলিতে পুলিশিং চেক পোষ্ট বসানো হলেও তা উপেক্ষা করে অটোরিকশা , মোটর সাইকেল , বাই,সাইকেল ট্রাক্টর , ট্রাক যোগে মানুষ জেলা সদরের প্রবেশ করছে । শহরের কিছু দোকানপাট বন্ধ থাকলেও প্রতিটি দোকানের সামনে দোকানদাররা বসে থাকে ক্রেতা আসলেই দোকানের ভিতরে প্রবেশ করিয়ে ব্যবসা পরিচালনা করছে । অনেকটা চোর পুলিশের মত খেলা খেলছে ।