বিশেষ প্রতিনিধিঃ দেবত্তর সম্পত্তির উপর গুচ্ছগ্রাম করার প্রতিবাদ জানিয়েছে পীরগঞ্জ উপজেলার ৮নং বাহাদুরপুর গ্রামের হিন্দু সম্প্রদায়। জানা যায় বাহাদুর মৌজায় জে এল নং -১৭১ এর ১৮১৩/২৫৭৫ দাগে ৩১ শতাংশ জমি দেবত্তর; যা হিন্দু সাধারণের ব্যবহায্য সম্পত্তি হিসেবে রেকর্ড ভুক্ত আছে। এই জমির উপর একটি দূর্গা মন্দির, একটি কালী মন্দির এবং একটি হরিবাসর বিদ্যমান আছে। যেখানে দীর্ঘসময় ধরে হিন্দুরা তাদের পুজা অর্চনা করে আসছে। তার পরেও উক্ত সম্পত্তিকে খাস দেখিয়ে গুচ্ছগ্রাম করার পরিকল্পনা নিলে আপত্তি জানায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু আপত্তিতে কোন কাজ হয়নি। বাহাদুরপুরের হিন্দুরা অভিযোগ করেছেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) জোর পূর্বক দেবত্তর সম্পত্তির গাছ কেটে ঘর তৈরীর উদ্যোগ নিয়েছেন । ফলে উপায় অন্ত না দেখে স্থানীয় বাসিন্দাদের পক্ষে জিতেন্দ্র নাথ বর্মন আদালতের দ্বারস্ত হয়েছেন। দেবত্তর সম্পত্তিকে খাস জমি দেখিয়ে গুচ্ছগ্রাম করার উদ্যোগ নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষ।
Real time news update
More Stories
মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা, স্বামী গ্রেফতার
মেয়রের দায়িত্বভার গ্রহনের পরই কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দির্ঘদিনের বকেয়া বেতন
হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন