দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , বিশিষ্ট কবি, নাট্যকার, ছড়াকার ও সাহিত্য পরিষদের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ ফেব্রুয়ারী) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের আহবায়ক ও দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাহিত্য পরিষদের সহ- সভাপতি ও মির্জাগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক রহিদুল ইসলাম মিন্টু, সাহিত্য পরিষদের প্রকাশক ও গবেষণা সম্পাদক ও দেবীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক কবি নুরজ্জামান হালিম।
এসময় তারা বলেন, বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি আব্দুর রাজ্জাক দুলাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুপুরে সন্ত্রসী ও মাদক ব্যবসায়ী হেমায়েতুর ইসলাম তপু সহ কয়েকজন হামলা চালায়। তপু সহ যারা প্রধান শিক্ষক মো,আব্দুর রাজ্জাক দুলালের উপর হামলা চালিয়েছে, তাদের দৃষ্ঠান্ত্র মুলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের নিকট স্বারকলিপি প্রদান করেন।
Real time news update
More Stories
মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা, স্বামী গ্রেফতার
মেয়রের দায়িত্বভার গ্রহনের পরই কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দির্ঘদিনের বকেয়া বেতন
হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন