কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রেশমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২ টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাংলাবাজার গ্রামে। সে বাজেডুমরিয়া গ্রামের আফতাজুল ইসলামের কন্যা এবং বাংলাবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির ছাত্রী।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শনিবার বিকালে রেশমা আক্তার তাঁর মা আঞ্জুমান আরা সহ এক সাথে বাংলাবাজার গ্রামে নানা আবু হোসেনের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে মা মেয়ে নানা বাড়িতে রাত্রি যাপন করেন।
রবিবার দুপুরের খাবার খাওয়ার জন্য রেশমাকে খোঁজাখুজি শুরু করলে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি থানায় অবগত করেছি।
কিশোরগঞ্জ থানার উপ পরিদশর্ক আক্কেল আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Real time news update
More Stories
মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা, স্বামী গ্রেফতার
মেয়রের দায়িত্বভার গ্রহনের পরই কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দির্ঘদিনের বকেয়া বেতন
হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন