October 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারীকে আটক

পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারীকে আটক

পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারীকে আটক

গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, জেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখার লক্ষ্যে গোপন খবরের ভিত্তিতে সোমবার (৭ জুন) গভীর রাতে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ-এর তত্ত্বাবধানে এসআই সঞ্জয় সাহার নেতৃত্বে এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দুদু মিয়ার বসতবাড়ীর একটি টিনের ঘরে অভিযান চালায়। এসময় উপজেলার মহদীপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত বাবু মিয়া কবিরাজের ছেলে শাহিনুর ইসলাম শাহিন (৩৯), গাড়ানাটা গ্রামের ইউনুস আলীর ছেলে মামুন মিয়া (৩১), ফতেপুর গ্রামের মৃত নায়েক উদ্দিনের ছেলে মমতাজ মিয়া (৬০) একই গ্রামের মৃত আঃ ছামাদের ছেলে ছায়েদ আলী (৩১) ও তোফাজ্জল ইসলামের ছেলে মাহাবুব ইসলামকে (৫০) তাসের জুয়া খেলারত অবস্থায় হাতে-নাতে আটক করে।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি মামলা (নং-১৩, তাং- ০৮/০৬/২১) দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।