November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, আদর্শ কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা ও পলাশবাড়ী এস.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহিন, সদস্য জিয়াউল কবির জুম্মন, ইন্সেক্টাটর সোহেল মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্ম দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে উপ কমিটি গঠন করে।